শয়তানের বিরুদ্ধে লড়াই মাহমুদ বিন নূর।

  

                                 শয়তানের বিরুদ্ধে লড়াই
                                       মাহমুদ বিন নূর

চারিদিকের শত্রুরা শারীরিক এবং আর্থিক ক্ষতির উদ্দেশ্যে জাল বিছিয়ে রাখলেও শয়তান আমাদের ঈমান ক্ষরণের জাল বিছিয়ে রাখে ।এদিকে আমরা সে জালের ভিতর আটকে পড়ে ঈমানের মতো উৎকৃষ্ট বস্তু নষ্ট কর। গুনাহের চাদর গায়ে দিয়ে ধাপিত হয় শয়তানের বাগানে। বনি আদমের প্রকাশ্য শত্রু শয়তান। এই শত্রুর দ্বারাই আমরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। গুনাহের যতগুলো দরজা তার শয়তান দাঁড়ায় উন্মোচিত হয়। তাছাড়া কোরআন আমাদের প্রকাশ্য শত্রু তা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেনঃ শয়তান আমাদের পথভ্রষ্ট করার জন্য ওত পেতে বসে থাকে। সব সময় তার চক্রান্তে জাল বিছিয়ে রাখে। আমরাও তার ধোঁকায় পড়ে ডুবে যায় পাপের সমুদ্... জড়িয়ে পড়ে অশ্লীল গোনা এর সাথে।  চলো দেখি আর কি বলেছে।

                                            PDF download

                                             পড়ে দেখুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ